Wellcome to National Portal
  • 2025-02-25-09-42-bf061d73620e8f26c73a70db4affe161
  • 2025-02-25-09-39-278691d57650e0ab794f034e6fb61080
  • 2025-02-25-09-43-4acd9044041a91dd9e5fa8793b8c2da7
  • 2025-02-25-09-44-0d715c79910988316ec2e9aac43aa9e5
  • 2025-02-25-09-45-4e735f4ddc64f6a276d2c27b4c287011
  • 2025-02-25-09-46-055e79581ebfba01cdcd97fa321914d5
  • 2025-02-25-09-54-bf38a7913b16bedeed79e8ed0a715a0c
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২২nd এপ্রিল ২০২৫

প্রকৌশল বিভাগ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রকৌশল বিভাগ: নগর অবকাঠামোর মূল ভিত্তি

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শহরের নগর ব্যবস্থাপনা ও উন্নয়নের জন্য একটি গুরুত্বপূর্ণ স্থানীয় সরকার প্রতিষ্ঠান। এ কর্পোরেশনের প্রকৌশল বিভাগ নগর অবকাঠামো উন্নয়ন ও রক্ষণাবেক্ষণের প্রধান চালিকাশক্তি হিসেবে কাজ করে। এ বিভাগটি মূলত চারটি প্রধান শাখার সমন্বয়ে গঠিত—পুরকৌশল, যান্ত্রিক, বিদ্যুৎ ও নগর পরিকল্পনা শাখা। প্রতিটি শাখাই নির্দিষ্ট কাঠামো ও জোনের আওতায় স্বতন্ত্র দায়িত্ব পালন করে থাকে।

প্রকৌশল বিভাগের সমস্ত কার্যক্রম সরকার অনুমোদিত আইন, বিধি ও নীতিমালার আলোকে পরিচালিত হয়। প্রকৌশল বিভাগ "চট্টগ্রাম সিটি কর্পোরেশন আইন, ২০০৯", "স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) বিধিমালা" এবং সরকারের ক্রয় নীতিমালা অনুসরণ করে উন্নয়ন প্রকল্পের জন্য দরপত্র আহ্বান, কার্যাদেশ প্রদান, সম্পদ ব্যবস্থাপনা এবং প্রকল্প বাস্তবায়ন করে থাকে।

পুরকৌশল শাখা:  পুরকৌশল শাখা ৮টি বিভাগে বিভক্ত হয়ে কাজ করে। এই শাখা নগরের সড়ক, সেতু, কালভার্ট, ফুটপাথ ও ফুট ওভারব্রিজ নির্মাণ এবং রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালনা করে থাকে। নগর উন্নয়ন পরিকল্পনার বাস্তবায়নে এই শাখার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নগরের যানবাহন চলাচলের সুবিধার্থে সড়ক সংস্কার, সম্প্রসারণ এবং জলাবদ্ধতা নিরসন সংক্রান্ত কার্যক্রম পরিচালনার পাশাপাশি নগর পরিবেশের টেকসই রূপায়ণেও এই শাখা সক্রিয়।

যান্ত্রিক শাখা: এ শাখা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যানবাহন, বৈদ্যুতিক ও যান্ত্রিক যন্ত্রপাতি পরিচালনা ও রক্ষণাবেক্ষণের কাজ করে। এই শাখা কর্পোরেশনের বিভিন্ন যানবাহন—যেমন বর্জ্য পরিবহণ ট্রাক, পানি সরবরাহ যান, উদ্ধারযান ইত্যাদির কার্যকারিতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রয়োজন অনুযায়ী কোটেশন ও দরপত্র আহ্বান করে যন্ত্রাংশ সংগ্রহ এবং মেরামতের ব্যবস্থা গ্রহণ করা হয়। এ শাখার অধীনে বর্তমানে কর্পোরেশনের নিজস্ব ৫৯৫টি যানবাহন পরিচালিত হয় এবং ৩টি অ্যাসফল্ট প্ল্যান্ট রয়েছে, যার মাধ্যমে রাস্তা নির্মাণ ও সংস্কার কাজ গুণগতভাবে সম্পন্ন করা হয়ে থাকে। নগর পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জরুরি সেবার মানোন্নয়নে এই শাখার অবদান অপরিসীম। যান্ত্রিক শাখা আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করে সেবাদানের গতি ও গুণমান বৃদ্ধি করছে।

বিদ্যুৎ শাখা: বিদ্যুৎ শাখা ৪টি জোনে বিভক্ত হয়ে চট্টগ্রাম শহরের রাস্তাঘাট, পার্ক, সরকারি ভবন ও গুরুত্বপূর্ণ স্থানে আলোকায়নের ব্যবস্থা করে। শহরের প্রায় ৮০ শতাংশ অর্থাৎ প্রায় ৯৫২ কিলোমিটার সড়ক বর্তমানে সড়ক আলোকায়নের আওতায় রয়েছে। এই শাখা নতুন বৈদ্যুতিক সংযোগ প্রদান, বিদ্যুৎ লাইন মেরামত, বাতি পরিবর্তন এবং সোলার ও এলইডি প্রযুক্তির মাধ্যমে বিদ্যুৎ সাশ্রয়ী পদ্ধতি চালুর উদ্যোগ গ্রহণ করেছে। শহরের সৌন্দর্যবর্ধনের পাশাপাশি রাতের বেলায় নিরাপত্তা নিশ্চিত করাও এই শাখার অন্যতম দায়িত্ব। নিয়মিত মনিটরিং ও রক্ষণাবেক্ষণের মাধ্যমে আলোকায়ন ব্যবস্থাকে সক্রিয় রাখতে এ শাখা নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে।

নগর পরিকল্পনা শাখা: এ শাখা নগরায়নের সুনির্দিষ্ট কাঠামো নির্ধারণে কাজ করে। নগর পরিকল্পনা শাখা জলবায়ু পরিবর্তনের প্রভাব বিবেচনায় নিয়ে সবুজ এলাকা সংরক্ষণ, বৃক্ষরোপণ ও সবুজায়ন কার্যক্রম পরিচালনার করে থাকে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন আইন, ২০০৯ এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে নগর পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে এই শাখা নাগরিক সুবিধা ও স্থিতিশীল উন্নয়ন নিশ্চিত করে।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রকৌশল বিভাগ নগর ব্যবস্থাপনায় ই-গভর্ন্যান্স বাস্তবায়নের পাশাপাশি আধুনিক প্রযুক্তি ও জবাবদিহিতার ভিত্তিতে নগরবাসীর জন্য টেকসই ও পরিবেশবান্ধব সেবা নিশ্চিত করতে কাজ করছে। প্রকৌশল বিভাগের প্রতিটি শাখার সুসমন্বিত কার্যক্রম নগরের নাগরিক জীবনকে সহজতর ও উন্নত করার লক্ষ্যে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। একটি টেকসই, বাসযোগ্য ও আধুনিক চট্টগ্রাম গড়ার লক্ষ্যে এই বিভাগ দিনদিন আরও প্রযুক্তিনির্ভর, দক্ষ ও জবাবদিহিমূলক সেবা প্রদানে অগ্রসর হচ্ছে।